ছোটবেলায় পরিচিত কঠিন শব্দগুলোর একটি ছিলো ‘লেফাফাদুরস্ত’। কঠিন এ শব্দের সাথে প্রথম পরিচয় ৯ম-১০ম শ্রেণির বাংলা প্রথম পত্র বইতে বিদ্যমান মোতাহের হোসেন চৌধুরীর 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে।
পাঠ্যবইয়ের ভাষায় এই শব্দের অর্থ— “বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা”। আর আধুনিক বাংলা অভিধানের ভাষায়— “বাহ্যিক সাজসজ্জা ও আদব-কায়দায় নিখুঁত হওয়া সত্ত্বেও আসল কাজে ফাঁকিবাজ”। অথচ নিরীহ এই শব্দটিকে সাধারণ ভাবে দেখে কিংবা শুনে বোঝার কোনো উপায় নেই যে, এর অর্থ এতো বড়ো কিংবা এমন কিছু একটা হবে। কিন্তু ত...
Published on April 09, 2025 20:34