Speech to Text একটা কাজের জিনিস। এজন্য না যে কথা বলে বলে লেখা যায় কিংবা নোট করে ফেলা যায়। এ-সব তো স্বভাবিক বিষয়। আসল বিষয় হলো এসব লেখাপত্র দিয়ে পরবর্তীতে নানান কাজকর্ম করা যায়।
লেকচার শোনার জন্য সাবটাইটেল বেশ হেল্পফুল। কেনো? স্পেসিফিক বানানে হেল্প করে। শোনার সময় সাবটাইটেল অন থাকলে পজ কিংবা কয়েক সেকেন্ড আগে কি বলেছে এ-সব কম করা লাগে। এগুলোও স্বভাবিক বিষয়। ভালো বা গুরুত্বপূর্ণ লেকচার, ইন্টারভিউ এসবের লিখিত রূপ বা ট্রান্সক্রাইব মানুষ সংরক্ষণ করেও রাখে। ইউটিউবের ক্ষেত্রে সহজে কপি করা যায় সাবটাইটেল...
Published on April 30, 2025 03:41