রবীন্দ্রনাথ ঠাকুরের গুণ অনেক। কিন্তু সবচেয়ে উপেক্ষিত বা অবহেলিত গুণ সম্ভবত পরিশ্রম। রবীন্দ্রনাথ কঠোর পরিশ্রমী ছিলেন। লোকে ঠিকই বলবে ‘স্কুল পালালে রবীন্দ্রনাথ হওয়া যায় না’। কিন্তু তাঁর পরিশ্রমের কথা তেমন কেউ বলে না।
পরিশ্রমী ছিলেন বলেই তিনি বাংলা ভাষায় সংখ্যার দিক থেকে যেমন প্রচুর লিখেছেন। ঠিক তেমনি লিখেছেন গুণের দিক থেকেও।
পরিশ্রমের বিষয়টা হলো– অন্যান্য যতো গুণাবলি আছে এদের বের করে আনতে পরিশ্রমের গুণাবলিটা গুরুত্বপূর্ণ। অন্যথায় আইডিয়া নিয়ে বসে থাকলে কোনো কাজই হবে না। আইডিয়া তো অনেক মানুষের মাথাতেই...
Published on May 05, 2025 02:39