১.
প্রমথ চৌধুরীর “সাহিত্যে খেলা” প্রবন্ধটি পড়লাম। চারটি বিষয়ে তিনি চার পর্বে সাহিত্যের মধ্যে এই খেলার আলোচনা করেন। এর মধ্যে প্রথম ভাগে তিনি রিজিড রুলস, এলিটিজম এসব ভেঙে সাধারণ খেলায় আনতে চান সবাইকে। দ্বিতীয় ভাগে এটা ঠিক খেলা কেনো সেদিকে তিনি ফোকাস করেন। তবে আমার আগ্রহের জায়গা তৃতীয় ও চতুর্থ ভাগে।
২.
তৃতীয় ভাগে তিনি বলেন, ❝সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেয়া, কারো মনোরঞ্জন করা নয়। এ দুইয়ের ভেতর যে আকাশ-পাতাল প্রভেদ আছে, সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করে বসেন।❞
আর এ...
Published on May 30, 2025 08:33