১.
ধরুন আমি আপনাকে বললাম একটা "নন-ফিকশন" বই লিখবো। টপিক হবে "ফিকশন"। তাহলে আমার বইটা হবে "ফিকশন নিয়ে একটা নন-ফিকশন" বই৷ কিন্তু যদি আমি বলি লিখবো ঠিকই "ফিকশন" নিয়ে কিন্তু এবারে নন-ফিকশন নয়, ফিকশন বই লিখবো৷ অর্থাৎ আমার বইটা হবে "ফিকশন নিয়ে একটা ফিকশনাল বই"৷ আর এই বিষয়টাকে তখন বলা হবে একটি "মেটাফিকশন"।
এখন, ফিকশন নিয়ে নন-ফিকশনাল বইয়ের আউটলাইন কেমন হতে পারে — সেটা ভাবা 'মেটাফিকশন' এর তুলনায় সহজ। উদাহরণস্বরূপ— বইয়ের কিছু চ্যাপ্টার হবে ফিকশন গল্পের গঠন নিয়ে, শাখাপ্রশাখা নিয়ে, জঁনরা নিয়ে। আবার নানান শাখা...
Published on July 09, 2025 00:05