বই পড়া হচ্ছে না হচ্ছে না করেও হুট করে প্ল্যানের বাইরে একখানা বই পড়া হয়ে গেলো। বইয়ের নাম— জাপানিজ মিথোলজি। লিখেছেন ম্যাট ক্লেটন। বাংলা অনুবাদ করেছেন আশিকুর রহমান।
প্ল্যানের বইরে বললাম কারণ এই বছরে জাপান নিয়ে ঘাটার কোনো নিয়ত ছিলো না একদমই। আলাদা করে একদিন ঘাটার নিয়তে বহু আগে বইটার সফট কপি কিনেছিলাম বইঘর অ্যাপে। ভুলে গিয়েছিলাম তারপর। মাঝে নামালাম আবার অ্যাপটা। নামিয়ে বইটা দেখে ভাবলাম একটু পড়ে দেখি কেমন লাগে। ব্যাস! আস্তে আস্তে পড়ে শেষ হয়ে গেলো!
বইটি ছোট। একটা শর্ট ইন্ট্রোডাকশন টাইপ। একদম প্রাথমিক পাঠ...
Published on August 29, 2025 08:44