“তখন হঠাৎ আমার মনটা কেমন উদাস হয়ে গেল। কেমন স্বর্গীয় স্বর্গীয় মনের ভাব এসে দেখা দিলে। ব্যাপারটা কী রকম জানাে? মনে করো, তুমি অঙ্কের পরীক্ষা দিতে বসেছ। দেখলে, একটা অঙ্কও তোমার দ্বারা হবে না - মানে তোমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তখন প্রথমটায় খানিক দরদরিয়ে ঘাম বেরুল, মাথাটা গরম হয়ে গেল, কানের ভেতর ঝিঝি পোকা ডাকতে লাগল আর নাকের ওপরে যেন ফড়িৎ এসে ফড়াৎ ফড়াৎ করে উড়তে লাগল। তারপর আস্তে আস্তে প্রাণে একটা গভীর শান্তির ভাব এসে গেল। বেশ মন দিয়ে তুমি পাতায় একটা নারকোল গাছ আঁকতে শুরু করে দিলে। তার পেছনে পাহাড় -- তার ওপর চাঁদ - অনেকগুলো পাখি উড়ছে, ইত্যাদি, ইত্যাদি। মানে সব আশা ছেড়ে দিয়ে তুমি তখন আর্টিস্ট হয়ে উঠলে।”
― চারমূর্তি
― চারমূর্তি
“জ্যোৎস্না আরো ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য, চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয় এতদিন যাহাকে জানিতাম, এ স্বপ্নভূমি, এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে, তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু, বনের ফুল যারা ভালবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয়রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এ পৃথিবী ধরা দেয় না কোনো কালেই।”
― আরণ্যক
― আরণ্যক
“হিজলের বনে, ফুলের আখরে, লিখিয়া রঙিন চিঠি,
নিরালা বাদলে ভাসাইয়া দিয়াছে, না জানি কোন দিঠি।”
― ধানখেত
নিরালা বাদলে ভাসাইয়া দিয়াছে, না জানি কোন দিঠি।”
― ধানখেত
“আজকাল আমার নিজের ডিকশনারি থেকে ‘মেধাবী’ শব্দটা তুলে দিয়ে সেখানে ‘উৎসাহী’ শব্দটা ঢুকিয়েছি। আমি দেখেছি, উৎসাহ থাকলে সবই সম্ভব। সত্যি কথা বলতে কী, আমি আমার পরিচিত জগতের সব মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলেছি। এক ভাগ হচ্ছে যারা উৎসাহী; অন্য ভাগ হচ্ছে যাদের কিছুতেই উৎসাহ নেই, যাদেরকে ঠেলাঠেলি করে নিয়ে যেতে হয়। উৎসাহীরা পৃথিবীটাকে চালায়, বাকিরা তার সমালোচনা করে!”
― একজন সাদাসিধে মা এবং অন্যান্য
― একজন সাদাসিধে মা এবং অন্যান্য
“আমাদের জীবনে এক-একটা ঘটনা যেন অতিথি,প্রত্যেকের জন্য রয়েছে এক-একটি নির্দিষ্ট আসন।অন্নপ্রাশন,পইতে,প্রেম,বিয়ে-এইসব।জীবন এগিয়ে চলে,ধীরে ধীরে ভরে উঠে এক-একটি আসন।কেবল একটি থেকে যায় খালি।তখন,সেই নির্জন প্রহরের পড়ন্তে রোদ্দুরে গা দিয়ে বসে কেবল অপেক্ষা,কখন আসবে সেই অতিথি।”
― সমগ্র কিশোর সাহিত্য
― সমগ্র কিশোর সাহিত্য
Bengali (বাংলা) Literature Readers Club
— 220 members
— last activity Dec 21, 2020 12:31AM
If you read Bengali (বাংলা) literature, you can join the club :)
Manga & Graphic Novels
— 5 members
— last activity Jun 20, 2024 05:38PM
A group for readers that enjoy mangas and other type of graphic novels.
Indranil’s 2025 Year in Books
Take a look at Indranil’s Year in Books, including some fun facts about their reading.
Favorite Genres
Polls voted on by Indranil
Lists liked by Indranil























































