ইদানিং যে বইগুলো পড়েছি তার রিভিউগুলো খেয়াল করে দেখলে পজিটিভ কথার তুলনায় নেগেটিভ অথবা সমালোচনার পয়েন্ট বেশি দেখতে পাবার কথা। মজার ব্যাপার হচ্ছে, ৩৮৪ পেজের এই বইটির ৬৬ পেজ পর্যন্ত পড়েও খুব একটা সমালোচনা করার মতো পয়েন্ট বের করতে পারিনি। বইটি মোটামুটি বড় সুতরাং, কিছুটা স্লো বার্ন। মধ্যাংশ ও শেষাংশে এখনও পৌছাইনি। পুরো বই পড়ার পরই বলা সম্ভব, বইটা আসলে আমার কেমন লেগেছে। তবে প্রথমাংশ নিয়ে আমি সন্তুষ্ট।
— Apr 18, 2022 09:52AM
Add a comment