ওয়াইল্ডবাউ আসলে একটা রহস্য। তার WORM পড়ে মনে হচ্ছিল মার্ভেল আর ডিসি কমিক্সের কোন গ্রাফিক নভেল পড়ছি স্টিফেন কিং এর লেখনীতে। সুপারহিরো জনরাতে এরকম পরিপূর্ণ এবং বিশায়ায়ায়ায়াল সিরিজ (প্রায় ১৬ লাখ শব্দ) কেউ লেখেননি, আমি বাজি রেখে বলতে পারি। না এলান মুর, না গেমন, না মার্টিন, না স্যান্ডারসন। মজার ব্যাপার হইলো, WORM পুরা সিরিজটাই অনলাইনে ছেড়ে দেওয়া, ওয়াইল্ডবাউ কোন ব্যবসা করে নাই এই সিরিজ নিয়া। অদ্ভুত না?
— Nov 28, 2020 12:25AM
Add a comment