'পৃথিবীর সত্তর ভাগ লোক অসহ্য যন্ত্রণার মধ্যে বাস করছে। প্রাণী জগতের যে যাকে পারে ধরে ধরে খাচ্ছে। উডি এলেনের ভাষায়, জগতটা যেন পরস্পরকে খাবার এক বিশাল রেস্তরা। এই যদি ঐশ্বরিক করুণার নমুনা হয়, তবেঁ আমার আবেদন--- করুণাটা একটু ভেবে চিন্তে করলে হয় না? দুর্বল প্রকৃতির মানুষ--- তোমার প্রেম যে সইতে পারি এমন সাধ্য নেই।'
— Jan 14, 2015 06:04AM
Add a comment