পড়তে ভালোই লাগছে। লেখকের এই সিরিজের আগের বইটিও বেশ লেগেছিল। বেশ ইনফরমেশন থাকে মাশুদুল এর বইয়ে। তবে মাঝে মধ্যেই একটু খটকা লাগে যখন নতুন অধ্যায় পড়া শুরু করি। লেখক কখনো তৃতীয় পুরুষে; কখনো মারুফ; কখনো রুমি কখনো জেনিন কখনো নওরোজ এর ভুমিকায় বা জবানে একেকটি অধ্যায় লিখেছেন যা পড়তে রীতিমত খটকা লেগে যায়। অধ্যায় এর শুরুতে কার জবানে এই অধ্যায় তার একটা ক্লু দিয়ে রাখলে এই খটকা লাগত না
— Nov 13, 2016 10:31PM
Add a comment