বিমুক্তি(Vimukti)’s Reviews > The Brothers Karamazov > Status Update
বিমুক্তি(Vimukti)
is 25% done
গত ছ'মাস যাবৎ একটু একটু করে পড়তেছি। প্রথম দেড়শো পেজে প্রধান নারী চরিত্রগুলার আগমন তেমন ঘটে নাই এবং দস্থয়েভ্স্কির স্বভাবজাত হিউমোর ব্যতীত বেশ গাম্ভীর্য ছিল। এই অংশে আমরা নানা তাত্ত্বিক তর্ক বিতর্ক দেখতে পাই পুরুষদের মধ্যে।
তবে নারী চরিত্রগুলোকে পরিচয় করায় দেবার পর থেকেই শুধু হাসতেছি। বাপ এবং তিন ভাইয়ের মনে যে রং লাগছে, তা আমার মধ্যেও সংক্রমিত হইসে যেন।
দারুন! দারুন!
on page 244 of 985 pages (পেঙ্গুইন এডিশন)
— Jul 29, 2025 07:55PM
তবে নারী চরিত্রগুলোকে পরিচয় করায় দেবার পর থেকেই শুধু হাসতেছি। বাপ এবং তিন ভাইয়ের মনে যে রং লাগছে, তা আমার মধ্যেও সংক্রমিত হইসে যেন।
দারুন! দারুন!
on page 244 of 985 pages (পেঙ্গুইন এডিশন)
1 like · Like flag
Comments Showing 1-2 of 2 (2 new)
date
newest »
newest »
message 1:
by
Momin
(new)
-
added it
Jul 29, 2025 09:44PM
আমি আর একটু সামনে গিয়ে আটকে আছি। মাইজলা ভাই আর ছুডু ভাইয়ের মধ্যে ঈশ্বর নিয়া বিরাট তর্ক। এই চ্যাপ্টারটা কোনোভাবেই পার করতে পারি নাই।
reply
|
flag

