Asim Nondon’s Reviews > বাঙালির মস্তিস্ক ও তাহার অপব্যবহার > Status Update

Asim Nondon
Asim Nondon is on page 21 of 48
বাঙালি জ্ঞানচর্চার পথ থেকে যে দিকভ্রান্ত হয়ে গেছে, যার ফলে এই জাতির পথভ্রষ্ট পথিকের ন্যায় কূপমন্ডুকতার দিকে অভিগমন ; অথচ এক সময় দৃশ্যপট ভিন্ন ছিল। এই সব ব্যাপার নিয়েই আচার্য্য মহাশয় কথা বলেছেন। পড়ে আনন্দ হচ্ছে। শেষ হোক, তারপর পুরো বইটার সম্পর্কে ধারণা পরিষ্কার করা যাবে।
Nov 05, 2025 01:14AM
বাঙালির মস্তিস্ক ও তাহার অপব্যবহার

flag

No comments have been added yet.