তো বইটা শেষ কইরা ফেললাম। বায়োগ্রাফি টাইপের রচনা। লেখক তাঁর ঘটনাবহুল জীবনকে নানান চ্যাপ্টারে ভাগ কইরা সাজাইছেন। বিভিন্ন জায়গায় হয়তো তিনি এগজাক্ট মেমোরি ভুইলা গেছেন, মানে খুঁটিনাটি তথ্যের বিষয়গুলা। এবং তিনি যে সেইটা ভুইলা গেছেন, তাহাই নিঃসঙ্কোচে তিনি উপস্থাপন করছেন। একজন কৃষকের ফিলোসফার হয়ে উঠার গল্প এইটা। বিভিন্ন চ্যাপ্টারে বিভক্ত থাকায় যেমন রিডিংটা স্মুথ হয়, তেমনি আবার বেশ কিছু তথ্যের উপস্থাপনকে বাহুল্য বইলাও মনে হয়।
— Mar 16, 2021 11:23AM
Add a comment