Prithvi Shams’s Reviews > পলাশীর ষড়যন্ত্র ও সেকালের সমাজ > Status Update
Prithvi Shams
is reading
ব্রিটিশ বেনিয়ারা ধুরন্ধর ছিলো বটে, তবে তার চেয়েও ধুরন্ধর ছিলো এদেশীয় নবাব, মনসবদার আর ভূস্বামীরা, ক্ষমতার মোহে অন্ত:কলহে যারা বৃটিশদের জন্য মাঠ ছেড়ে দিয়েছিলো। বাংলার সাধারণ মানুষ মুঘলদের হাতেও নিস্পেষিত হতো, বৃটিশদের হাতেও নিগৃহীত হতো। তবে পলাশীর পটপরিবর্তন পরবর্তী ব্রিটিশ আমলে বাংলার জনজীবনে যে সর্বগ্রাসী, সর্বনাশী বিপর্যয় নেমেছিলো, তার বর্ণনা হৃদয়ে যুগ যুগান্তরেও অনুরণন ঘটাবে।
— Jun 24, 2017 09:50AM
Like flag

