Imran Mahmud’s Reviews > পড়ার বইয়ের বাইরে পড়া > Status Update
Imran Mahmud
is on page 71 of 328
আকবর আগ্রায় জড়ো করলেন ভারতের নানা এলাকার দশ শিল্পীদের। গুজরাতি, লাহোরি, রাজস্থানি, কাশ্মীরি - কে নেই তার স্টুডিওতে। প্রথম বই 'তুতিনামা'-য় (১৫৬০ খৃঃ) বলতে গেলে সারা ভারতের স্বাক্ষর। তার পর ১৫২৬ খ্রিস্টাব্দে শুরু হলো বৃহৎ উদযোগে - 'হামজানামা'। চোদ্দো খণ্ডের বিশাল পুঁথি। প্রতি খণ্ডে ছবি ছিল একশো খানা। কাপড়ে আঁকা। লেখা অবশ্য কাগজে। তবে সে কাগজ কাপড়ের ওপর সাঁটা। অন্তত একশো শিল্পী কাজ করেছেন এই একখানা বইয়ের জন্য।
— Jul 16, 2017 02:21AM
Like flag
Imran’s Previous Updates
Imran Mahmud
is on page 198 of 328
শেষ পর্যন্ত তৈরি হলো হ্যারিসনের সমুদ্র-ঘড়ি, 'এইচ-ওয়ান'। ৪ফুট*৪ফুট*৪ফুট একটি বাক্স। তার মধ্যে ঘড়ি। ওজন ৭৫ পাউন্ড। তিনটে কাঁটা। ঘন্টা, মিনিট, সেকেন্ড। সেই সঙ্গে তারিখ নির্দেশকও। এমন ঘড়ি কেউ কখনো আগেও দেখেনি, পরেও না। প্রতিদিন অবশ্য দম দিতে হয়, কিন্তু 'এইচ ওয়ান' এখনও চালু।
গ্রিনিচের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামের কাঁচের বাক্সে এখনও সে ঘড়ি সযত্নে রক্ষিত।
— Jul 16, 2017 10:56PM
গ্রিনিচের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামের কাঁচের বাক্সে এখনও সে ঘড়ি সযত্নে রক্ষিত।

