বিমুক্তি(Vimukti)’s Reviews > After the Prophet: The Epic Story of the Shia-Sunni Split in Islam > Status Update

বিমুক্তি(Vimukti)
বিমুক্তি(Vimukti) is on page 178 of 256
এতোদিনের ধর্মীয় জানা-শোনা সব উল্টাপাল্টা হয়ে যাইতেসে।
ইসলামের ডার্ক সাইড তথা ওহাবিদের ব্যপারটা এখন বুঝতেসি। অনেক সুন্দর জিনিস এদের হাত দিয়ে ধর্ম থিকা নিষ্কাশিত হইসে...ইসলামে যেসব লোক টক্সিক তারা ওহাবিদের মতবাদেরই ফসল। আলীরে যারা মারলো, নবীর স্মৃতিস্তম্ভ ভাঙলো...তাদের মতবাদকে লোকে ক্যামনে সমর্থন করে? আন্সার একটাই, দিনশেষে বাহুবলই জিতে। উগ্রবাদীতাই লোকে ভালো পায়।
Feb 25, 2021 10:19AM
After the Prophet: The Epic Story of the Shia-Sunni Split in Islam

10 likes ·  flag

বিমুক্তি(Vimukti)’s Previous Updates

বিমুক্তি(Vimukti)
বিমুক্তি(Vimukti) is on page 50 of 256
একটু কম্পলিকেটেড। শ্রদ্ধাবোধের দিক থেকে মুহাম্মদ (সঃ) কে একজন অমুসলিম হিসেবে লেখিকা যথেষ্ট সম্মান দিচ্ছেন বলেই লাগছে আমার। তবে,যেহেতু এখানে ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে,তাই স্বাভাবিক ভাবেই হযরতকে শুধুমাত্র একজন মানুষ হিসেবেই দেখিয়েছেন লেখিকা। তাই,কিছু জায়গায় হযরতকে দুর্বলচিত্ত মনে হতে পারে(মুসলমানের কাছে হযরতকে সর্বদাই অনেক উপরে উপস্থাপন করা হয়, তাই রাজনৈতিক মুহাম্মদ (সঃ) কে একটু ভিন্ন লাগবেই)সো ফার, ইট'স ওকে ফর মি।
Jan 19, 2021 10:59PM
After the Prophet: The Epic Story of the Shia-Sunni Split in Islam


Comments Showing 1-1 of 1 (1 new)

dateUp arrow    newest »

বিমুক্তি(Vimukti) লাভ হইতেসে না দাদা, টক্সিকিটি আমাদের দেশের মুসলমানদের ডিএনএ-তে কেউ ঢুকায় দিছে ম্যাবি। নইলে উগ্রবাদীতার স্পষ্ট লক্ষণ এদের মাথায় ঢুকে না ক্যান! একদম ক্রিস্টাল ক্লিয়ার ইতিহাসকে অস্বীকার করতেসে এরা।

আর এ বই নিয়ে তক্কে গিয়ে লাভ নাই, ইহুদির লেখা বই। বিশ্বের সবচে' লেইম কন্সপিরেসি থিওরির একটা হইতেসে জগৎ সংসারে সব খারাপ জিনিস ইহুদির চক্রান্তে ঘটতেসে। আর এই থিওরি প্রত্যেক মুসলমান আসমানী কেতাবের মতো বিশ্বাস করে।

লাভ নাই, নষ্টদের অধিকারে যাইতেসে সব। দর্শক হওয়া ছাড়া গতি নাই।


back to top