বিমুক্তি(Vimukti)’s Reviews > এটুকু বৃষ্টি... > Status Update
বিমুক্তি(Vimukti)
is on page 165 of 200
শেষ বই হিসাবে এমন ছাইপাঁশ পড়ব ভাবি নাই। অন্য কিছু একটা পড়া যেত, পুরাই টাইম লস।
— Jun 03, 2021 01:52AM
6 likes · Like flag
বিমুক্তি(Vimukti)’s Previous Updates
বিমুক্তি(Vimukti)
is on page 45 of 200
"ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই!
মরণকালে যেনো বন্ধু একবার দেখা পাই।
যদি না পাই তোমারে, প্রেম যাইবো বিফলে...
তখন কিন্তু বলব আমি প্রেম কিছুই না রে!"
এতো এতো চরিত্র আর এতো জটিলতা দেখে আমি শিওর বইটার কাহিনি উপরের গানের মতোই আগাবে।
এখনই বিরক্ত লাগতেসে তাই, বাট ক্ষতম করতেসি এইটা আমি। দেখি স্মরণজিৎ আলাদা কিছু কইরা চমকাইতে পারেন কি না😪
— May 28, 2021 12:14AM
মরণকালে যেনো বন্ধু একবার দেখা পাই।
যদি না পাই তোমারে, প্রেম যাইবো বিফলে...
তখন কিন্তু বলব আমি প্রেম কিছুই না রে!"
এতো এতো চরিত্র আর এতো জটিলতা দেখে আমি শিওর বইটার কাহিনি উপরের গানের মতোই আগাবে।
এখনই বিরক্ত লাগতেসে তাই, বাট ক্ষতম করতেসি এইটা আমি। দেখি স্মরণজিৎ আলাদা কিছু কইরা চমকাইতে পারেন কি না😪
Comments Showing 1-14 of 14 (14 new)
date
newest »
newest »
message 1:
by
DEHAN
(new)
Jun 03, 2021 02:19AM
শেষ বই কেন? আত্মহত্যা করতে যাচ্ছো নাকি হে! অবশ্য এইটাও খারাপ না। লোকজন ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রাম নানান জায়গায় ঘোষণা দিয়ে আত্মহত্যা করে। গুডরিডসে মনে হয় কেউ কখনো বলে নাই "জীবনের শেষ বই টা পড়লাম। চলে যাচ্ছি। বায়" তা বিমুক্তি তুমি ভালো থেকো। শিষ্য একজন কইমা গেলো রে!
reply
|
flag
দাদা কুলখানিতে আইসেন, ভাবতেসি কাচ্চির ব্যবস্থা করে যাবো। বিনয় ডেকোরেটার্সের কাকারে বিকালে গিয়ে কাচ্চির অর্ডার দিয়ে আসবো ভাবতেসি। মরার আগে কেউ কুলখানির ব্যবস্থা করে যাইতেসে, বেশ ইন্টারেস্টিং বিষয় হইব তাইলে।
আর হ্যাঁ, আমার কিছু বই আছে। এইগুলা কীভাবে দান করা যাইতে পারে একটু বলেন তো। এইগুলা দান না করে গেলে সমস্যা। আমার মা না হইলে কাগজওয়ালার কাছে কেজি দরে বিক্রি করে দিবে৷
''হাজার বছর ধরে'' বইটাও পড়া হইলো না এখনও। ছাই, মরার সময়ও শান্তি নাই। কতো কাজ করতে হবে এই কয়েকদিনে দেখেন!
আচ্ছা তাইলে হাজার বছর ধরে পইড়া মরো ধীরেসুস্থে। এই বইটা মরার আগে পড়ার মতো বই। বই নাহয় কুলখানিতেই বিতরণে ব্যবস্থা করো। কাচ্চির সাথে বই খারাপ না। কুলখানি তে কয়জনা বই দান করে! একটা হৈচৈ হয়ে যাবে ইনশাল্লাহ। কুলখানি তে যাবো নে.... আশ্রম বানাবো তো। একটা ডেডবডি এমনেও লাগবে। তোমার কবর ই নাহয় বিশেষ কোন পীর আউলিয়া বইলা চালায় দিবো। রোজ দুই প্যাকেট আগরবাতি আর চাইর বোতল কইরা গোলাপজল। আপ্যায়নের কোন ত্রুটি হবে না... তুমি নিশ্চিন্তে থাকো।
বিমুক্তি ভাই, আপনের বইয়ের কালেকশনটা আমারে দিয়া যাইয়েন। সুইসাইডের আগে একটা পাঁচ টাকা দামের স্টাম্পে উইল করে দিলেই চলবে (দৌড়াবে)।
@Dehan, ধন্যবাদ দাদা! মুর্দা লাশটা নিয়াও বিরাট টেনশনে ছিলাম আসলে৷ এক গতি হইলো এইবার। বাট, দাদা আমি না আপনার সহযোগী হইতে চাইসিলাম? অবশ্য, স্বআত্মায় উপস্থিত না থাকি, স্বদেহে তো থাকতেসি। খারাপ নাহ(তাও, এতো টাকা লস আমার :(
@joy ভাই, ইশ ভাই একটুর জন্য মিস হয়ে গেল আপনার৷ গুরু উপরে একটা ভ্রিলিয়ান্ট আইডিয়া দিসেন, কুলখানির দিনে বই বিতরণ। গুরুবাক্য বেদতুল্য।
বইয়ের উইল তাই আর করা গেল না :)
ওকে ব্রো। বইটার মাত্র চার পেইজ বাকি, শেষ করেই আপনাকে সব ডিটেইলস ইমেইল করতেসি।
জাজাকাল্লাহ খাইরান।
মরার আগে কিছু ধর্ম কর্ম পালন করে মরি।
সহযোগী তো হওয়ার কথাই। এখন তুমি আত্মহত্যা করতেছ তা কি আর জানতাম! তুমি জীবিত থাকলে রথী রে ভাবছিলাম ভুজুংভাজুং দিয়া মাজারে শুয়ায় দিয়ে ওরে ডেডবডির এক্টিং করতে বলবো। এখন তুমি তো চলে যাচ্ছো। এখন যদি থাকো তাইলে তুমি আর আমি মিইলা রথীর একটা ব্যবস্থা করতাম৷ অবশ্য তাতে একজন রে রাখা লাগবে মশা মাছি তাড়ানোর জন্য। রথী দেখা গেলো মুর্দার এক্টিং এর মাঝখানে ঠাস করে মশা মাইরা দিলো কিংবা চিল্লায়া উঠলো "কেউ একটা কয়েল জ্বালান" বইলা। ঝামেলা না?
দাদা,রথীরে মশার কামড় খাওয়ানো লাগবে আমার মাস্ট, এতো মজার বজ্জাতিটা না করতে পারলে মরেও কানবো। আত্মহত্যা স্থগিত রাখতেসি তাই আপাতত, অন্য কোনো দশকে করা যাইতে পারে বরং।
এতো সাধের মাজার, দেখে না মরলে নিজের সাথে ভণ্ডামি হয়ে যায় আসলে।
তাইলে আপ্রাণ বেঁচে থাকার চেষ্টা করো। ট্রাক বাস কিংবা নসিমন ঝড়েরবেগে সামনে দিয়ে চলে গেলেও লোভ সামলাবা। অনেক তামাশা দেখার বাকি! দর্শক কমলে শো কইরা আরাম নাই
স্মরণজিৎ এর বই পড়ে এইভাবেই যুগে যুগে পৃথিবীর জনসংখ্যা কমে যাচ্ছে। শালা থ্যানোসের চেয়েও বেশি বুদ্ধিমান দেখছি :3

