Asifa’s Reviews > ভেন্ট্রিলোকুইস্ট > Status Update
Asifa
is 61% done
"চাঁদের মৃদু আলোতে একটা ছোট্ট নৌকায় আদিগন্ত বিস্তৃত হাওরের মাঝে আমরা তিনটা মানুষ। নৌকার দুলুনি আর দূরের চিকচিক করতে থাকা জলরাশি, আরো দূরে গাছপালা আর জনবসতির অস্পষ্ট রেখায় মোহাবিষ্ট হয়ে সবকিছু কেমন অদ্ভুত লাগে। মনে হয়, জীবন বড় মায়াময়, বড় সরল। তাতে সীমাহীন জটিলতার জাল বুনে চলি আমরা। জ্যোৎস্না রাতের এই পার্থিবতাই হয়ে ওঠে দারুণ অপার্থিব। নিজেদের আবেগ ভালবাসা আর যত জীবনযুদ্ধ, সবকিছুকে খুব বেশি ঠুনকো মনে হয় !"
— Jul 03, 2021 10:41AM
1 like · Like flag
