NaYeeM’s Reviews > খড়কুটো > Status Update
NaYeeM
is 25% done
"এখন সব চুপচাপ, সব শান্ত। বাগানে সবুজ ঘাসে কখনও দু-একটা ফড়িং, দু-চারটে চড়ুই নাচানাচি করছে। কোথাও বুঝি এ-বাড়ির কাক ও-বাড়ির কাকের সঙ্গে গল্প করছিল, তাদের কা-কা ডাক থেকে অমলের সেই রকম মনে হল। ভ্রমরের বেড়ালটাও ফলবাগানের কাছে খানিক ঘোরাঘুরি করে বারান্দায় গিয়ে গা-গটিয়ে ঘুমোতে শুরু করেছে।
বিন্দু-বিন্দু কালো ফোঁটা হয়ে চিল উড়ছে ওখানে। সাদা মতন একটুকরো মেঘ একপাশে দ্বীপের মতন পড়ে আছে, সেখানে চিল নেই, আকাশের নীল নেই"
— Sep 27, 2021 09:39PM
বিন্দু-বিন্দু কালো ফোঁটা হয়ে চিল উড়ছে ওখানে। সাদা মতন একটুকরো মেঘ একপাশে দ্বীপের মতন পড়ে আছে, সেখানে চিল নেই, আকাশের নীল নেই"
8 likes · Like flag
Comments Showing 1-2 of 2 (2 new)
date
newest »
newest »
যিনি এমন পুরাতন জিনিস জাগায়ে তোলছে উনাকে ধন্যবাদ।।বিমল করের প্রকৃতির বর্ণনা বেশ সুন্দর, একদম মায়া মাখা আর পড়তে গিয়ে সৌন্দর্য টা উপভোগ করার মতো।।
এই লোক আমার মতে বেশ underrated...
উনার কিকিরা মানুষের কাছে পরিচিত হলেও অনেক উপন্যাস উনি লিখে গেছেন যা নিয়ে তেমন চর্চা দেখি না। (অনেক উপন্যাস তো আবার add করা নাই গুডগুডিতে। কয়েকটা মানুষরে বলে কয়ে add করাইছি))
উনার লেখা পাঠকের পড়ে দেখা উচিত বলে মনে করি। লেখাতে একটা ধার আছে, আর নিজস্বতার ছাপ আছে।।


অমল আজ চেয়ারে শুয়ে শুয়ে তার মনোমতন দুপরটুকু কাটাচ্ছিল। মাথার ওপর কলাগাছের পাতা মস্ত ছাতার মতন বিছানো; গায়ে পায়ে রোদ ছড়িয়ে আছে, তাত লাগলে সে সামান্য সরে বসছে। ভ্রমরদের বাড়িটার মাথায় টালির ছাউনি, দুপুরের রোদ সেখানে মেটে-মেটে পোড়া রঙ ধরিয়েছে; প্রায়-নিস্তব্ধ এই বাগানে মাঝে মাঝে পাখি ডাকছে, অমলের সামনে কখনও ফরফর করে উড়ে এসে মাঠে বসছে। লীলাদের সেই ধবধবে সাদা পায়রা জোড়ার একটা সামান্য আগে এখানে এসেছিল, এখন আর তাকে দেখা যাচ্ছে না""