শ্রীকান্ত Quotes
শ্রীকান্ত: তৃতীয় পর্ব
by
Sarat Chandra Chattopadhyay210 ratings, 4.09 average rating, 10 reviews
শ্রীকান্ত Quotes
Showing 1-13 of 13
“তাহাকে ধরিয়া রাখিলে হয়ত রাখিতে পারিতাম , কিন্তু সে চেষ্টা করিলাম না । সেও আর ফিরিয়া আসিল না — আমারও যতক্ষণ না ঘুম আসিল শুধু এই কথাই ভাবিতে লাগিলাম , জোর করিয়া রাখিয়া লাভ হইত কি ? আমার পক্ষ হইতে ত কোনদিন কোন জোরই ছিল না , সমস্ত জোরই আসিয়াছিল তাহার দিক দিয়া । আজ সে - ই যদি বাঁধন খুলিয়া আমাকে মুক্তি দিয়া আপনাকে মুক্ত করিতে চায় ত আমি ঠেকাইব কোন্ পথে ?”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“ইহাকে আমি কোনদিন ভালবাসি নাই। তবু ইহাকে আমার ভালবাসিতেই হইবে; কোথাও কোনদিকে বাহির হইবার পথ নাই । পৃথিবীতে এত বড় বিড়ম্বনা কি কখনো কাহারো ভাগ্যে ঘটিয়াছে!”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“মানুষকে পশু করিয়া না লইতে পারিলে পশুর কাজ আদায় করা যায় না।”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“থাকার নিমন্ত্রণ শেষ হইয়া যখন যাওয়াটাই কেবল বাকী থাকে, সে কি ব্যথার বস্তু ! অথচ এ ব্যথার অংশী নাই, শুধু আমারই হৃদয়ে গহ্বর খনিয়া এই নিন্দিত বেদনাকে চিরদিন একাকী থাকিতে হইবে। রাজলক্ষ্মীকে ভালবাসিবার অধিকার সংসার আমাকে দেয় নাই; এই একাগ্র প্রেম, এই হাসিকান্না, মান-অভিমান, এই ত্যাগ, এই নিবিড় মিলন — সমস্তই লোকচক্ষে যেমন ব্যর্থ, এই আসন্ন বিচ্ছেদের অসহ অন্তর্দাহও বাহিরের দৃষ্টিতে আজ তেম্ নি অর্থহীন। আজ এই কথাটাই আমার সবচেয়ে বেশি বাজিতে লাগিল, একের মর্মান্তিক দুঃখ যখন অপরের কাছে উপহাসের বস্তু হইয়া দাঁড়ায় , তাহার চেয়ে বড় ট্র্যাজিডি পৃথিবীতে আর আছে কি ! অথচ , এম্নিই বটে । লোকের মধ্যেও বাস করিয়া যে লোক লোকাচার মানে নাই , বিদ্রোহ করিয়াছে , সে নালিশ করিবে গিয়া কাহার কাছে ? এ সমস্যা শাশ্বত ও পুরাতন । সৃষ্টির দিন হইতে আজি পর্যন্ত এই প্রশ্নই বারংবার আবর্তিয়া চলিয়াছে , এবং ভবিষ্যতের গর্ভে যতদূর দৃষ্টি যায় ইহার সমাধান চোখে পড়ে না । ইহা অন্যায় , অবাঞ্ছিত । তথাপি , এত বড় সম্পদ , এত বড় ঐশ্বর্যই কি মানুষের আর আছে ? অবাধ্য নরনারীর এই অবাঞ্ছিত হৃদয়াবেগের কত নিঃশব্দ বেদনার ইতিহাসকেই না মাঝখানে রাখিয়া যুগে যুগে কত পুরাণ , কত কাহিনী , কত কাব্যেরই না অভ্রভেদী সৌধ গড়িয়া উঠিয়াছে ।”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“রাজলক্ষ্মী একমুহুর্ত স্থির থাকিয়া বলিল, যাই হোক, ভালবাসাটাও ত একরকমের বাঁধন, বোধ হয় এও তোমার সয় না— গায়ে লাগে। এ অভিযোগের জবাব নাই, এ অভিযোগ শাশ্বত ও সনাতন। আদিম মানব - মানবী হইতে উত্তরাধিকারসূত্রে পাওয়া এ কলহের মীমাংসক কেহ নাই— এ বিবাদ যেদিন মিটিবে , সংসারের সমস্ত রস , সমস্ত মাধুর্য সেদিন তিক্ত বিষ হইয়া উঠিবে । তাই উত্তর দিবার চেষ্টামাত্র না করিয়া নীরব হইয়া রহিলাম ।”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“মনে হয় , কত লোকের গায়ের স্পর্শ এবং কত না অচেনা লোকের তপ্ত শ্বাসের আমি যেন ভাগ পাই। হয়ত, আমার সেই ছেলেবেলার বন্ধু ইন্দ্রনাথ আজিও বাঁচিয়া আছে, এই উষ্ণ বায়ু হয়ত তাহাকে এইমাত্র ছুঁইয়া আসিল। হয়ত, সে আমারই মত তাহার অনেকদিনের সুখ-দুঃখের শিশু সঙ্গীটিকে স্মরণ করিতেছে।”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“কর্মহীন, উদ্দেশ্যহীন জীবনের দিবারম্ভ হয় শ্রান্তিতে, অবসান হয় অবসন্ন গ্লানিতে। নিজের আয়ুষ্কালটাকে নিজের হাত দিয়া প্রতিনিয়ত হত্যা করিয়া চলা ব্যতীত সংসারে আর যেন আমার কিছু করিবার নাই।”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“যার লোভ নেই, যে চায় না, তাকে সাহায্য করতে যাওয়ার মত বিড়ম্বনা আর নেই।”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“ওই যে কাল সকালে ঐ ন'বছরের মেয়েটাকে কোন্ অপরিচিত সংসারে টেনে নিয়ে যাবে, আর কখনও হয়ত আসতে পর্যন্ত দেবে না। এদের নিয়মই এই। বাপ ছ'গণ্ডা টাকায় মেয়েটাকে আজ বিক্রি করে দেবে। ‘ একবার পাঠিয়ে দাও’ এ কথা মুখে আনবারও জো থাকবে না। আহা! মেয়েটা সেখানে কতই কাঁদবে — বিয়ের সে কি জানে বল ?”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“সংসারে করিব বলায় এবং সত্যকার করায় কত বড়ই না ব্যবধান!”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“আশ্চর্য দেশ এই বাঙ্গলা দেশটা। এর পথেঘাটে মা-বোন , সাধ্য কি এঁদের এড়িয়ে যাই”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“স্নেহের গভীরতা কিছুতেই কালের স্বল্পতা দিয়া মাপা যায় না ; এবং এই বস্তুটা কাব্যের জন্য কবিরা কেবল শূন্য কল্পনাই করেন নাই — সংসারে ইহা যথার্থই ঘটে । তাই , একের যাওয়ার প্রয়োজনও যতখানি সত্য , অপরের আকুল কণ্ঠের একান্ত নিষেধটাও ঠিক ততখানি সত্য কি না , এ লইয়া আমার মনের মধ্যে বিন্দু - পরিমাণও সংশয়ের উদয় হইল না”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
“কি করিয়া যে ভোগী একদিন ত্যাগী হইয়া বাহির হইয়া যায়, নির্মম নিষ্ঠুর এক মূহুর্তে করুণায় গলিয়া নিজেকে নিঃশেষ করিয়া ফেলে, এ রহস্যের কতটুকু সন্ধান পাই! কোন নিভৃত কন্দরে যে মানবাত্মার গোপন সাধনা অকস্মাৎ একদিন সিদ্ধিতে ফুটিয়া উঠে তাহার কি সংবাদ রাখি?”
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
― শ্রীকান্ত: তৃতীয় পর্ব
