ইলমোরাণ্দের দেশে Quotes
ইলমোরাণ্দের দেশে
by
Buddhadeb Guha10 ratings, 4.10 average rating, 2 reviews
ইলমোরাণ্দের দেশে Quotes
Showing 1-2 of 2
“আমরা, এই আধুনিক মানুষেরা, বিজ্ঞানমনস্করা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে, আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা সত্যিই উন্নত হয়েছি ? বেশি সুখে আছি ? এই তথাকথিত জীবনযুদ্ধে আমরা কি প্রত্যেকেই অবসাদগ্রস্ত ছিন্নভিন্ন নই?
যা আমরা পেয়েছি, আমাদের সভ্যতার, আধুনিকতার পরিবর্তে শুধুমাত্র এই কি প্রার্থিত ছিলো ? যে গন্তব্যে আমরা এসে পৌঁছেছি এবং অদূর ভবিষ্যতে পৌঁছবো তাই কি আমাদের প্রার্থিত ছিলো ? মানুষ হিসেবে, মনুষ্যত্বর বিচারে, ভালোত্বর বিচারে, আমরা কি অনেকই ছোট, লোভী, স্বার্থপর, বিবেকরহিত, অপরিণামদর্শী হয়ে যাইনি ?
ঈশ্বর আমাদের কাছে উপহাসের বস্তুও। কেন? তা তলিয়ে ভাবার সময়, অবকাশ এবং গভীরতা আমাদের বেশীরভাগেরই নেই। ঈশ্বরবোধ যে আমাদের ভেতরের শুভ, সত্য এবং শাশ্বত বোধগুলিকে জাগরূকই করে, আমাদের পাশববৃত্তিগুলিকে শাসন করতে উদ্বুদ্ধ করে, আমাদের এক সুন্দর প্রার্থিত নিষ্কলুষ জীবনের দিকে ধাবিত করায়, তা কি আমরা মনে রেখেছি ?”
― ইলমোরাণ্দের দেশে
যা আমরা পেয়েছি, আমাদের সভ্যতার, আধুনিকতার পরিবর্তে শুধুমাত্র এই কি প্রার্থিত ছিলো ? যে গন্তব্যে আমরা এসে পৌঁছেছি এবং অদূর ভবিষ্যতে পৌঁছবো তাই কি আমাদের প্রার্থিত ছিলো ? মানুষ হিসেবে, মনুষ্যত্বর বিচারে, ভালোত্বর বিচারে, আমরা কি অনেকই ছোট, লোভী, স্বার্থপর, বিবেকরহিত, অপরিণামদর্শী হয়ে যাইনি ?
ঈশ্বর আমাদের কাছে উপহাসের বস্তুও। কেন? তা তলিয়ে ভাবার সময়, অবকাশ এবং গভীরতা আমাদের বেশীরভাগেরই নেই। ঈশ্বরবোধ যে আমাদের ভেতরের শুভ, সত্য এবং শাশ্বত বোধগুলিকে জাগরূকই করে, আমাদের পাশববৃত্তিগুলিকে শাসন করতে উদ্বুদ্ধ করে, আমাদের এক সুন্দর প্রার্থিত নিষ্কলুষ জীবনের দিকে ধাবিত করায়, তা কি আমরা মনে রেখেছি ?”
― ইলমোরাণ্দের দেশে
“এই আধুনিক সংস্কৃতির সবচেয়ে বড় দোষ হচ্ছে এই যে আমরা যেটাকে ঠিক বলে জানি সেটাই যে একমাত্র ঠিক এই বিশ্বাসে ভর করেই বেঁচে থাকি। আমার ব্লাড-সুগার বা ব্লাড-কোলেস্টেরোলই অন্য সকলের সুস্থতা বা অসুস্থতার মানদণ্ড। আমাদের ভালোটাই পৃথিবীর সব মানুষের পক্ষে অবশ্যই ভালো। সে সম্বন্ধে আমাদের কোনোই দ্বিমত নেই। এটাও দুঃখের।”
― ইলমোরাণ্দের দেশে
― ইলমোরাণ্দের দেশে
