Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Radhaprosad Gupta.
Showing 1-4 of 4
“এই এলাকায় প্রিভি কৌন্সিলের সুবিশাল সৌধের সম্মুখে কিয়দক্ষণ দাঁড়াইয়া ভাবিতেছিলাম, হায়! এই কৌন্সিলের বিরূপ রায়ে কত ধনী বঙ্গসন্তান কালক্রমে ফৌত হইয়া গিয়াছেন। মনে পড়িল সেই ব্যক্তির কথা যিনি প্রিভি কৌন্সিলে মামলা হরিয়া জীবনের শেষ দিনগুলি দিগম্বর অবস্থায় তালাবদ্ধ ঘরে কাটাইয়াছিলেন এবং একবার কি করিয়া ছাড়া পাইয়া ঠনঠনে কালীতলায় মার উলঙ্গমূর্তি দেখিয়া বলিয়াছিলেন : 'মা! তুইও কি আমার মত প্রিভি কৌন্সিলে গিয়েছিলি মা?”
― স্থান কাল পাত্র
― স্থান কাল পাত্র
“বিক্টোরিও’ ও ‘অ্যালবার্ট মিউজিয়মে’ পাশ্চাত্যশিল্পের নানান চরম নিদর্শনের সহিত কালীঘাটের বীণাবাদিনী, তবলাসুন্দরী, প্রমদাসুন্দরী ও গােলাপসুন্দরী প্রভৃতি গুরু নিতম্বিনীদের দেখিয়া হঠাৎ কলিকাতার জন্য ক্ষণেকের মতাে বড় মন কেমন করিয়া উঠিয়াছিল।”
― স্থান কাল পাত্র
― স্থান কাল পাত্র
“তারপর বললেন, তাছাড়া আমাদের মাস্টার মশাই কি ভাবে ইংরিজি শিখিয়েছেন জানেন? পড়াতে পড়াতে হয়ত বললেন : ‘হাঁদু, তাহার বয়ঃক্রম পনের বৎসর আর সে পড়িয়া গেল এ দুটোর ইংরিজি করে লিখে দেখাও।’ আমি তখুনি লিখলাম He is fifteen years old, আর He fell down. এবার শুনুন! মাস্টার মশাই কখনাে লেখা কাটতেন না। আমার কাছ থেকে খাতাটা নিয়ে আমার লেখার নিচে কিছু লিখে আমাকে খাতাটা ফেরত দিয়ে বললেন, তােমার লেখা ঠিকই ছিল, কিন্তু দেখ ত হাঁদু আমারটা কিরম হয়েছে বলাে? আমি পড়ে দেখি তিনি লিখেছেন : He has seen fifteen summers আর 'He measured his length against the floor'। তারপর আমাকে বললেন জানেন, এই ভাবেই আমরা ইংরিজি শিখেছি। তা হলে বলুন তাে আমার হাত দিয়ে ভাল ইংরিজি বেরুবে না কেন? আমি যাকে বলে হতভম্ব, অবাক।”
― স্থান কাল পাত্র
― স্থান কাল পাত্র
“হুতােম লিখেছেন যে, অনেক কুঠিয়াল বাবু সন্ধ্যেয় বাড়ি ফেরার আগে শুঁড়ির দোকানে তােয়ের হয়ে রসের পাড়ায় বিবিদের কাছে দু দণ্ড আয়েস করে তারপর বাড়ি-মুখো হতেন। আমি এই ব্যাপারটার কথা তুললাম মাতাল সম্পর্কীয় একটা গল্প ফাঁদবার জন্যে যেটা হয়ত অনেকেই জানতে পারেন কিন্তু তা সত্ত্বেও আর একবার বললে ক্ষতি নেই। একদিন রাত্তিরে এই ধরনের এক বাবু সােনাগাছিতে মহিলাদের যার দোরে টোকা দেয় দেখে সেখানেই ‘নােক’। তখন বাবুটি অতীব ভগ্নমনােরথ হয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এক কালীমন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে চিৎকার করে বললে : 'মা আমার একটা গতি কর মা! আর পারি নে মা'। মাতালের এই চিৎকার শুনে মন্দিরের পুরুত পেছনের ঘর থেকে হাঁক দিলেন : ‘কে রে! রাত দুপুরে চেঁচাচ্ছে।' পুরুতের গলা শুনে মাতাল বলে উঠল : ‘কোথায় দাঁড়াই মা? মা, তাের কাছে আর্জি করতে এলাম, আর মা তাের ঘরেও ‘নােক’।”
― মাছ আর বাঙালি
― মাছ আর বাঙালি



