Helal Hafiz
Born
in Netrokona, East Bengal, Dominion of Pakistan
October 07, 1948
Died
December 13, 2024
Genre
|
যে জলে আগুন জ্বলে
—
published
1986
—
5 editions
|
|
|
বেদনাকে বলেছি কেঁদো না
—
published
2019
|
|
|
কবিতা একাত্তর
by
—
published
2012
|
|
|
অচল প্রেমের পদ্য
|
|
|
আজ কবিতার জনসভা
|
|
|
এক জীবনের জন্মজখম
|
|
|
অগ্রন্থিত কথামালা
—
published
2025
|
|
|
কবিতা সমগ্র
—
published
2025
|
|
“আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান..”
―
কিছু থাকে,
হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান..”
―
“পৃথক পাহাড়
আমি আর কতোটুকু পারি ?
কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।
আমি আর কতোটুকু পারি ?
এর বেশি পারেনি মানুষ।”
―
আমি আর কতোটুকু পারি ?
কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।
আমি আর কতোটুকু পারি ?
এর বেশি পারেনি মানুষ।”
―






























