“অব্যাক্তকরণ
ধরো,
কাল তোমার পরীক্ষা
রাত থেকে পড়ার টেবিল-এ বসে আছ তুমি
ঘুম আসছে না আমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম
ভালোবাসো?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে
ভালবাসি, ভালবাসি ...
ধরো,
ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো
ক্ষুদার্ত , তৃষ্ণার্ত, পীড়িত,
খাওয়ার টেবিল-এ কিছুই তৈরী নাই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি
তখন তোমার হাত ধরে যদি আমি বলি,
ভালোবাসো?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি ...
ধরো,
রাস্তা দিয়ে হাঁটছি দুজনে
মাথার উপর তপ্ত রোদ
বহন পাওয়া যাচ্ছেনা
এমনি সময় হঠাত দাড়িয়ে
পথরোধ করে যদি বলি
ভালোবাসো?
তুমি কি হাত দিয়ে সরিয়ে দিবে?
নাকি রাস্তার সব্বার দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি ...
ধরো,
প্রচন্ড ঝড়ে উড়ে গেছে ঘরবাড়ি
আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে, চিন্তিত তুমি |
এসময় তোমার বুকে মাথা রেখে যদি বলি
ভালোবাসো?
তুমি সরিয়ে দিবে, নাকি আমার মাথার উপর তোমার
মাথা রেখে বলবে
ভালবাসি, ভালবাসি ...
ধরো,
আমি নষ্ট হয়ে গেছি
সবাই ধিক্কার দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে আমাকে
এমনি সময়ে তোমার দেখা
অশ্রু ফেলে দূর থেকে ডাক দিয়ে যদি বলি
ভালোবাসো?
আমায় অস্বিকার করবে?
নাকি আমার কাছে এসে মুখখা”
―
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
21 likes
All Members Who Liked This Quote
Browse By Tag
- love (101843)
- life (79954)
- inspirational (76349)
- humor (44523)
- philosophy (31205)
- inspirational-quotes (29050)
- god (26991)
- truth (24848)
- wisdom (24801)
- romance (24487)
- poetry (23459)
- life-lessons (22758)
- quotes (21225)
- death (20639)
- happiness (19107)
- hope (18672)
- faith (18521)
- inspiration (17541)
- spirituality (15834)
- relationships (15748)
- life-quotes (15659)
- motivational (15531)
- religion (15447)
- love-quotes (15419)
- writing (14988)
- success (14232)
- travel (13642)
- motivation (13460)
- time (12912)
- motivational-quotes (12672)


















