বিমুক্তি(Vimukti) > Status Update
বিমুক্তি(Vimukti)
is on page 15 of 143
—মামা, কি করস?
—উপন্যাস পড়ি মামা।
—ধুর শালা। কাল এতো ইম্পর্ট্যান্ট ক্যামিস্ট্রি এক্সাম আর তুই উপন্যাস পড়স?
—হ ভাই।
—বত্ব, কার লেখা?
—শহীদুল জহিরের, মুখের দিকে দেখি।
—খাইসে মাইরি! ফেইল তুই কাল শিওর। এডি পইড়া তো বেক্কল হয়া বসি থাকবি। এক চিজ। তুই ফেইল, মানে আমিও ফেইল। টেনশন কইরা লাভ নাই, গিয়ে লুসিফার দেখি।
—যা। আমি বাংলা ভাষায় চিন্তার সৌন্দর্য পড়ি বরং।
—বায় মামা, প্যারা নাই চিল।
—প্যারা নাই চিল। বায়।
— Jun 03, 2021 11:04AM
—উপন্যাস পড়ি মামা।
—ধুর শালা। কাল এতো ইম্পর্ট্যান্ট ক্যামিস্ট্রি এক্সাম আর তুই উপন্যাস পড়স?
—হ ভাই।
—বত্ব, কার লেখা?
—শহীদুল জহিরের, মুখের দিকে দেখি।
—খাইসে মাইরি! ফেইল তুই কাল শিওর। এডি পইড়া তো বেক্কল হয়া বসি থাকবি। এক চিজ। তুই ফেইল, মানে আমিও ফেইল। টেনশন কইরা লাভ নাই, গিয়ে লুসিফার দেখি।
—যা। আমি বাংলা ভাষায় চিন্তার সৌন্দর্য পড়ি বরং।
—বায় মামা, প্যারা নাই চিল।
—প্যারা নাই চিল। বায়।
4 likes · Like flag

