Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Sazal Chowdhury.
Showing 1-9 of 9
“অবশেষে গহীন বনে একা হরিণ ছানা পেয়েছে তার মায়ের খোঁজ। এখন আর ভয় নেই।”
― এক পাতার গল্প
― এক পাতার গল্প
“শুধু বরুণারাই কথা রাখে না? বরুণদের দোষ দেবার কেউ নেই।”
― এক পাতার গল্প
― এক পাতার গল্প
“❝...“কিছু পুরুষদের ভালোবাসাটা বুকপকেটে থাকে প্রেমপত্রের মতো ঘাঁপটি মেরে চুপটি করে। এটা পয়সার মতো ঝনঝন করে বাজে না। বাজে না নূপুুরের মতোও। এটা ঘুড়ির মতো, অনেক উঁচুতে চুপচাপ উড়ে বেড়ায়–কিছু অতিসংকোচের টানে।
এই পুরুষরা কোনো কিছুর প্রেমে পড়ে না। কারো প্রতি প্রেম বুকে জমানোও তাদের জন্য নিষেধ। কাঁধে দায়িত্ব অনেক। হিসাবের খসড়াটা বার বার কাটাছেঁড়া করতে হয়। কদম ফেলার চেয়ে চিন্তা বেশি করতে হয়।
তারা কাছের মানুষদেরকে লজ্জায় বলতে পারে না, ‘ভালোবাসি।’ কিন্তু লজ্জার মাথা খুঁইয়ে হাত পাততে পারে–বাকিদের লজ্জা নিবারণের জন্য।
কারো চোখে তাদের স্বপ্ন দেখা ভীষণ বারণ। কারণ, অনেকগুলো চোখ তাদের দিকে চেয়ে থাকে, বেঁচে থাকার আশায়; আশা পূরণের আশায়।
আমরা এই পুরুষদের নাম দিয়েছি–‘বাবা।’ ”...❞”
― পলাতক
এই পুরুষরা কোনো কিছুর প্রেমে পড়ে না। কারো প্রতি প্রেম বুকে জমানোও তাদের জন্য নিষেধ। কাঁধে দায়িত্ব অনেক। হিসাবের খসড়াটা বার বার কাটাছেঁড়া করতে হয়। কদম ফেলার চেয়ে চিন্তা বেশি করতে হয়।
তারা কাছের মানুষদেরকে লজ্জায় বলতে পারে না, ‘ভালোবাসি।’ কিন্তু লজ্জার মাথা খুঁইয়ে হাত পাততে পারে–বাকিদের লজ্জা নিবারণের জন্য।
কারো চোখে তাদের স্বপ্ন দেখা ভীষণ বারণ। কারণ, অনেকগুলো চোখ তাদের দিকে চেয়ে থাকে, বেঁচে থাকার আশায়; আশা পূরণের আশায়।
আমরা এই পুরুষদের নাম দিয়েছি–‘বাবা।’ ”...❞”
― পলাতক
“মা, সাহসী মানুষ হইলো হিমালয়ের সমান উঁচা। কেউ তাকে সহজে ডিঙাইতে পারে না। সে যত ভয় পাইয়া পিছায়ে যায়, তার উচ্চতা ততই কমতে থাকে। একটা সময় সবাই তারে ডিঙায়ে যায়। তাই সাহস হারাইয়ো না। হিমালয় হও। তুমি না ক্রু-নাট হইতে চাও?”
মাইয়াটা হাইসা কয়, “ক্রু-নাট না আব্বা, এস্ট্রোনাট।”
― এক পাতার গল্প
মাইয়াটা হাইসা কয়, “ক্রু-নাট না আব্বা, এস্ট্রোনাট।”
― এক পাতার গল্প
“তুই কার পাইলট প্রকল্প?”
― এক পাতার গল্প
― এক পাতার গল্প
“দর্শকরা যতই চিল্লাফাল্লা করুক, তারা কখনও মাঠে জেতে না। ভাবীরা জেতে নাই; তারা কখনও জেতে না। যুদ্ধ হয় পুরুষে-পুরুষে, আর জিতছে কিনা নারী? তাই, আসলে দিনশেষে যে দলই জিতুক বলতে হইবো, ‘ভাই, জিতছেন’।”
― এক পাতার গল্প
― এক পাতার গল্প
“আমিও কি তাহলে অদ্ধেক তাকা?”
― এক পাতার গল্প
― এক পাতার গল্প
“কাজল নষ্ট করিস নারে, নষ্টা।”
― এক পাতার গল্প
― এক পাতার গল্প





