"সেই মোগল বাদশা থেকে শুরু করে আলিবর্দি খাঁ, আলিবর্দি খা থেকে সিরাজদ্দৌলা, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন, তারপর লর্ড ডালহৌসি, লর্ড কারমাইকেল, লর্ড রীডিং, কে কবে কাকে খেতে দিয়েছে। হিন্দুরা কি মুসলমানদের খেতে দিয়েছে? মুসলমানরা কি হিন্দুদের খেতে দিয়েছে? যে যখন সুদিন পেয়েছে, তখনই অঘোরদাদু সেজে বসেছে। দুহাতে ঠাকুরের নৈবেদ্য চুরি করেছে, আর লোহার সিন্দুকে লুকিয়ে রেখেছে। সবাই তাই করবে।"
    
    
      — May 06, 2025 07:34AM
    
      Add a comment