হঠাৎ করেই উত্তর বাংলার গরীব খেটে খাওয়া মানুষের কাছে প্রচুর সোনা পাওয়ার গল্প শোনা যাচ্ছে। এই গরীব মানুষ গুলো নূন্যতম দামে সোনা বেচে দিতে চায় কিন্তু তাদের মতন মানুষের কাছে কি করে এতো স্বর্ন এল, কেনই বা তারা ব্যাংকে বন্ধক না রেখে স্বর্ন বিক্রি করতে ইচ্ছুক। এসবের তাড়না ই অর্জুন কে তাড়িয়ে নিয়ে এল ডুয়ার্সের জংগলে।
— Aug 28, 2020 05:15AM
Add a comment