Shamsur Rahman
Born
in Dhaka, Bangladesh
October 23, 1929
Died
August 17, 2006
Genre
|
স্মৃতির শহর
—
published
1979
—
6 editions
|
|
|
আমার ঢাকা
—
published
2018
|
|
|
শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা
—
published
1999
|
|
|
বন্দী শিবির থেকে
—
published
1972
—
3 editions
|
|
|
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
|
|
|
অক্টোপাস
|
|
|
এলাটিং বেলাটিং
by
—
published
1974
—
2 editions
|
|
|
রৌদ্র করোটিতে
—
published
1963
|
|
|
শ্রেষ্ঠ কবিতা
—
published
2014
|
|
|
ধান ভানলে কুঁড়ো দেবো
by
—
published
1977
—
2 editions
|
|
“আমাকে পাঠালে নির্বাসনে, দিলে দন্ড ভয়ংকর।
তোমার সান্নিধ্য থেকে, অমন দৃষ্টির থেকে দূরে,
বহুদুরে চকিতে সরিয়ে দিলে- এই শাস্তি, বলো,
মৃত্যুর চেয়েও বেশি, ঢের বেশি নয় কি কঠোর?”
―
তোমার সান্নিধ্য থেকে, অমন দৃষ্টির থেকে দূরে,
বহুদুরে চকিতে সরিয়ে দিলে- এই শাস্তি, বলো,
মৃত্যুর চেয়েও বেশি, ঢের বেশি নয় কি কঠোর?”
―
“যখনই ভাবি, হঠাৎ কোনো একদিন তুমি
আমাকে ভুলে যেতে পারো,
যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া
কোনো উপন্যাস, তখন ভয়
কালো কামিজ প’রে হাজির হয় আমার সামনে,
পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে,
তখন
একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে,
আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে
অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন
ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে।”
― শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা
আমাকে ভুলে যেতে পারো,
যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া
কোনো উপন্যাস, তখন ভয়
কালো কামিজ প’রে হাজির হয় আমার সামনে,
পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে,
তখন
একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে,
আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে
অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন
ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে।”
― শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা
“আমরা যখন ঘড়ির দুটো কাঁটার মতো
মিলবো রাতের গভীর যামে
তখন জানি ইতিহাসের ঘুরছে কাঁটা,
পড়ছে বোমা ভিয়েতনামে”
―
মিলবো রাতের গভীর যামে
তখন জানি ইতিহাসের ঘুরছে কাঁটা,
পড়ছে বোমা ভিয়েতনামে”
―



























