এখন ক্রিকেট ভালো না লাগলেও ছোটবেলায় আমি শোয়েব আক্তার হতে চেয়েছিলাম :) Attock শহরের এক পেট্রোল পাম্পের নৈশপ্রহরীর সন্তানের গতিদানব হয়ে উঠার জবানি।ছোটবেলায় শোয়েবের ফুসফুস ভরে উঠেছিল কফে( হুপিং কাশি টাইপের কোন একটা অসুখে)।দাঁড়াবার বয়স হয়ে যাওয়ার পরেও ঠিক মত দাঁড়াতে পারতেন না।ব্যালেন্স হারিয়ে পড়ে যেতেন।সেখান থেকে কিভাবে ভয়ংকর পেসার হলেন আর বিতর্ককে সঙ্গী বানালেন,তার বর্ণনা।
— Aug 03, 2016 12:54PM
Add a comment