হরিশংকর জলদাস আর উপেক্ষিতা সীতা দেখে বইটা কিনেছিলাম। প্রায় এক তৃতীয়াংশ পড়ে যা মনে হলো এটা মোটামুটি সহজ বাংলা ভাষায় লেখা রামায়ণ ছাড়া কিছুই না। রামায়ণ পড়া যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বইটা বেশ ভালো। কিন্তু টাইটেলের উপেক্ষিতা সীতার ন্যারেটিভ এখনো আমি পাইনি।
— Oct 04, 2024 07:22AM
Add a comment