"টোবা টেক সিং" আর "সেই মেয়েটি" গল্প দুটো পড়লাম,
"টোবা টেক সিং" গল্প টা ট্র্যাজিক, দেশভাগের পর বন্দি বিনিময়ের মতো পাগল বিনিময় হয় পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে । সেই প্রেক্ষাপটে পাগলদের চোখে এই মানুষ সৃষ্ট দেশভাগের লজিক , হিন্দু মুসলমান দ্বন্দ্ব কে তুলে ধরা হয়েছে, আগে যা একটি দেশ ছিল এখন তা আর নেই, মানসিক ভারসাম্য হারানো বিশন সিং খুঁজে বেড়ায় তার হারানো অতিত কোথায় ?
— Feb 19, 2025 11:14PM
Add a comment