শেষ পর্যন্ত শেষ করলাম। একেবারে শেষের ৭০ পেজের মত আসলেই মজা পেয়েছি। বাকিটাতে মনে হয়েছে কাহিনি অযথাই টেনে লম্বা করা হয়েছে হিন্দি সিরিয়ালের মত। পুরাই পারিবারিক ড্রামা৷ শেষের কয়েক পাতায় পাইরেটস, এডভেঞ্চার ফিল পেয়েছি। এরচেয়ে আগের ট্রিলজিটা বেশি উপভোগ করেছিলাম৷ যাই হোক লেখকের প্রতি আমার আস্থা আছে। পরেরটা আশা করছি ভালো হবে
— Jul 10, 2023 01:24PM
Add a comment