দীর্ঘদিন পর পড়তে শুরু করলাম। এতদিন অবশ্য হাতের কাছে পড়ার মতো কিছু ছিলোও না। সব বই দেশে রেখে আসতে হয়েছে। সদ্যকেনা ট্যাবলেটে পড়ার অভিজ্ঞতা একেবারে খারাপ নয়। মন্দের ভালো আরকি! পড়ার অভ্যাসে মরচে পড়ে গেলে খারাপ লাগে।
উপন্যাসের ভূমিকা পড়েই আফসোস হচ্ছে, কেন এতদিন বইটা পড়িনি। এত চমৎকার থিম আর লেখকের পরিশ্রমের যা বিবরণ পড়লাম, তাতে দারুণ একটা উপন্যাস হবে বলেই আশা করছি।
— Mar 22, 2023 05:14AM
Add a comment