প্রজ্ঞাপারমিতা মুখার্জি ওরফে মিতিন মাসি বাংলা সাহিত্যের এক মহিলা গোয়েন্দা চরিত্র। অপরাধ বিজ্ঞান, ফরেন্সিক সায়েন্স, অপরাধ মনস্তত্ত্ব, নানা রকমের অস্ত্রশস্ত্রের খুঁটিনাটি, অ্যানাটমি, ফিজিওলজি, নানা রকম আইন বহু কিছু নিয়েই চর্চা করেন মিতিন। তিনি ক্যারাটে জানেন, সঙ্গে রাখেন রিভলভার আবার রান্নাতেও পটু। তাঁর বোনঝি টুপুর মিতিনের সহকারী হিসেবে সবসময় মিতিনের…