হঠাৎ এক অচেনা শিশু দুর্ঘটনায় রাস্তায় অনেকের সম্মুখে মারা গেল। আশপাশের মানুষ সবাই ছুটে এলো। সবাই দুঃখ করলো এই অনাকাংখিত মৃত্যুর জন্য। কিছুক্ষন পর শিশুটির ধর্ম জানা গেল। এবার কিছু মানুষের দুঃখ লাঘব হয়ে গেল। বরং অন্য ধর্মের হবার কারণে তারা মনে মনে খুশী হলো। যদিও সেটা প্রকাশ করলো না। আর যারা শিশুটির ধর্মের অনুসারী তাদের কষ্ট অনেকখানি বেড়ে গেল।
— Oct 02, 2023 12:05PM
Add a comment