কবিতা লেখার কৈফিয়ত দিয়ে যাইঃ
হারানো স্বপ্ন খুঁজতে প্রতিদিন নিখোঁজ বিজ্ঞপ্তি
সেঁটে আসি কতশত মর্গের দেয়ালে দেয়ালে।
স্বাস্থ্যগত কারণে দুধচিনি নিকোটিন বন্ধ বলে
জ্যোৎস্নায় চায়ের কাপ পেতে রাখি রোজ।
নয়নতারাদের কারণ দর্শাও নোটিশের জবাবে
সুদের হিসেবের খাতায় লিখি প্রায়শ্চিত্তের কবিতা।
https://www.goodreads.com/book/show/2...