কী অদ্ভুত অনুভূতি! এতো সুন্দর গল্প! রাশেদ ভালো থেকো ওপারে।
আমার বন্ধু রাশেদের মতো সব বন্ধুরাই হোক। যারা বয়স থেকেও ভারী ভারী সিদ্ধান্ত নেবে। উচ্চতা থেকেও উচ্চ অপারেশন করবে। একটা দেশ গঠনে, একটা জাতিকে মৃত্যুপূরী থেকে উদ্ধার করবে। সবাইকে সুখী করে একসময় নিজেকে বিলীন করে দেবে।
দারুণ বই এটা। ভালোলাগা মনে থাকুক। লিখে দিলেই তো শেষ হয়ে যাবে। তার থেকে এটা জিইয়ে রাখি মনের ভেতর।
— Apr 23, 2024 05:20AM
Add a comment