যেভাবে পড়ি আর কি বই খুলে যখন যেটা চোখে পড়ে সেটাই পড়ছি, ৫ টা গল্প তো আগেই পড়া, চার ইয়ারী কথা, ঘোষালের হেয়ালী, নীললোহিত পড়ে প্রমথ চৌধুরীর গল্প সম্পর্কে যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছিলো তার কারণেই এই বই এতদিন ধরে খোঁজা, খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে যাওয়া। প্রমথ চৌধুরী তার বিলেত বাস দ্বারা সম্ভবত দারুণভাবে প্রভাবিত ছিলেন, তাই বারবার তার গল্পে এসেছে শেতাঙ্গিনী নারী, বিলেত বাসের স্মৃতি। ভীষণ ইন্টেলেকচুয়াল লেখাগুলো।
— Jul 09, 2018 12:16AM
Add a comment