উনার কবিতার মতো গদ্যটা ও একদম নিজস্ব।উনার লেখায় অদ্ভুত বিষণ্ণতা যা পাঠককে সহজেই আক্রান্ত করে ফেলে।মারাত্মক লেভেলের ডিপ্রেসিভ, পড়লে সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করে(আমার ক্ষেত্রে হলো আর কি!) গল্পগুলো তে ভেরিয়েশন কম কিন্তু একঘেয়ে লাগেনা মোটেও।বারবার এই কথা ই মনে হয় - যে জীবন দোয়েলের ফড়িঙের মানুষের সাথে তার হয় নাকো দেখা!
— Jun 27, 2020 11:24AM
Add a comment