আসন্ন অর্থব্যবস্থা ধসের পর মজুত স্বর্ণই ভবিষ্যৎ-খেলার নীতিমালা নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। আগে যেমন বলেছি, অর্থব্যবস্থা ধসের পর নেতারা টেবিলে গোল হয়ে বসবে। সেখানে প্রত্যেকের সংগ্রহে থাকা স্বর্ণের পরিমাণই নির্ধারণ করে দেবে কার স্বর কতটুকু 'উঁচু' হবে।
(৮৩ নাম্বার পৃষ্ঠা থেকে)
— Jul 12, 2022 02:31AM
Add a comment