"পরাজয় অনেক রকম, তাই না? যেমন ধরো, কেউ বিত্তের কাছে পরাজিত, কেউ মোহের কাছে পরাজিত, কেউ বিপরীত লিঙ্গের কাছে পরাজিত, কেউ....।
তুমি?
আমি কিসের কাছে পরাজিত, জানি না। কিন্তু আমি যে পরাজিত, এটা জানি।
এ কথার কি কোনও অর্থ দাঁড়াল? পরাজিত তুমি, নিজেকে বলছ, কিন্তু তুমি জানো না কোথায় তোমার পরাজয়?
জানি না। আমার পরাজয় ঘটে গেছে আমার অলক্ষে। কোথায় ঘটে গেছে তাই বুঝতে পারি না।
শুধু পরাজয়টা টের পাও, তাই না?
শুধু পরাজয়টা টের পাই।"
— Aug 05, 2018 07:13PM
Add a comment