সাহিত্যিকরা যেভাবে পরিপার্শ্বের বর্ণনা দেন, সেটা বিদেশী লেখকরা, বিশেষ করে হাল আমলের লেখকরা দেন-ই না বললেই চলে।
সেদিন থেকে অরুন্ধতী রায়ের লেখার স্টাইল একদম উপমহাদেশীয় সাহিত্যের মতোই। বর্ণনাবহুল।
আর তিনি এমন সব মেটাফোর ব্যবহার করেছেন, এমন সব শব্দ তৈরি করেছেন, ইংরেজি সাহিত্যের সাথে খুব বেশী used to না হলে বইটা পড়ে যাওয়া কঠিন। তাই অনেক স্লো আগাচ্ছি।
— Jun 28, 2020 04:02AM
Add a comment