দুইটা গল্প না পড়ে রেখে দিয়েছি, ক্লাসে যাওয়া আসার পথে পড়ার জন্য। বইটার আগে অন্য কোনো বই না পড়ে ফেললে এটা হতে যাচ্ছে গুডরিডসে আমার ৬০০তম রিড। যাদের নিয়ে বর্তমানে কেউ লিখেনা বইটার চরিত্রগুলো ওরাই। বইটা খারাপ লাগছে না, আবার পড়ে ফেলুন বলবো ওরকমও না।
— Nov 18, 2025 12:08PM
Add a comment