আজকে পড়লাম 'চীন' নিয়ে। যা যা জানলাম-
১. চীন স্থলে যথেষ্ট নিরাপদ হলেও জলসীমা নিয়ে কিছুটা রিস্কে আছে। তাদের অর্থনীতি সচল রাখার জন্য নৌপথের উপর নির্ভরশীলতা অনেক বেশি। সেজন্য তারা চাচ্ছে সমগ্র South china sea এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। কিন্তু ভিয়েতনাম, জাপান, ফিলিপাইনের মতো দেশগুলা এক্ষেত্রে হুমকি হতে পারে। সো বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানে পোর্ট নির্মাণের মাধ্যমে তারা বিকল্প তৈরী করে রাখতে চাচ্ছে।
    
    
      — Apr 09, 2025 08:28AM
    
      1 comment