নতুন ধাঁচের কবিতা লেখার জন্য পদে পদে বিদ্রুপের শিকার হচ্ছেন জীবনানন্দ-যতীন্দ্রনাথ ও ধূর্জটিপ্রসাদ প্রমুখ সমালোচক দ্বারা; তারা এগুলোকে অখাদ্য সাব্যস্ত করেছেন। তবে পাশে পেয়েছেন বুদ্ধদেব বসুকে, যিনি বলেছেন "প্রগতি" পত্রিকার দ্বার সবসময় তার জন্য উন্মুক্ত।
— Jul 23, 2025 04:43PM
Add a comment