ওয়াসি আহমেদ এই প্রথম পড়ছি। উনার 'তলকুঠুরির গান' বইটার রিভিউ দেখে ওয়ান্ট টু রিডে নিয়েছিলাম। গুড রিডসে বিভিন্ন সময় তার ছোট গল্পের প্রশংসামূলক রিভিউ সামনে ঘুরাঘুরি করেছে। সেই সুবাধে ভিতরে একটা পাকাপোক্ত ধারণা তৈরি হয়েই ছিল যে, 'উনি বেশ ভালো লেখকই হবেন।'
বলাই বাহুল্য, আমার সেই ধারণায় ওয়াসি আহমেদ একেবারে জল ঢেলে দেননি, বরং উলটো আগুন ধরিয়ে দিয়েছেন বলা চলে।
— May 10, 2023 08:12AM
Add a comment