মহাভারতের বিভিন্ন চরিত্রদের নিয়ে বাণী বসুর লেখা সিরিজের আরো একটা বই, যেটা মাঝপথে এসে শেষ করে দেওয়া হয়েছে। মহা ভারতের প্রচলিত ভার্সনের বাইরে এতো এতো লেখা বিশেষত পাঞ্চালীকে নিয়ে যে আমার মনে হয় লেখক লেখিকাদের উচিৎ তার ভার্শনের রেফারেন্স আর রেশনাল উল্লেখ করা! মাঝে মাঝেই মনে হয় যে যা ইচ্ছে অথবা যে যা নিজে ভাবছে যে ঠিক তাই লিখে যাচ্ছে। কী একটা অবস্থা
— Oct 24, 2022 10:58PM
Add a comment