শ্রদ্ধেয় R. k. Laxman এর আইকনিক ' কমন ম্যান ' চরিত্র কে দর্শক হিসেবে প্রতি কমিক স্ট্রিপে রেখে প্রায় পঞ্চাশ বছর ধরে যে অসংখ্য পলিটিকাল স্যাটায়ার এ ভরপুর সাহসী আর বুদ্ধিদীপ্ত স্টেটমেন্ট দিয়ে গিয়েছেন তা প্রশংসার দাবী রাখে। এই বই এর যে নবীনতম এন্ট্রি সেটাও অন্তত আজ থেকে দুই যূগ আগের! এই বই টাও বের হয়েছে অন্তত ১৪ বছর আগে, কিন্তু আমি অবাক হয়ে দেখছিলাম যে স্টেটম্যান্টগুলো স্যাটায়ারগুলো এখনো কী ভীষণ রকম প্রাসঙ্গিক!
— Jan 01, 2026 07:20PM
Add a comment